রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ইউএনও অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৮টি ইউনিয়নের নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। 

স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নে ৩ থেকে ৮ অক্টোবর, দয়ামীর ইউনিয়নে ৯ থেকে ১৭ অক্টোবর, উছমানপুর ইউনিয়নে ১৮ থেকে ২৩ অক্টোবর, সাদিপুর ইউনিয়নে ২৪ থেকে ২৯ অক্টোবর, গোয়ালা বাজার ইউনিয়ন ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর, উমরপুর ইউনিয়নে ৪ থেকে ৭ নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৮ থেকে ১০ নভেম্বর, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ১১ থেকে ১৩ নভেম্বর বিতরণ করা হবে। এছাড়া যারা সময় মত নিতে না পারবে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নেয়া যাবে।

টিএইচ